ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবতী হত্যা মামলার প্রধান আসামী নোমান গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবতী হত্যা মামলার প্রধান আসামী নোমান গ্রেপ্তার

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন (১৯) হত্যা মামলার প্রধান আসামী নোমানকে (২৫) গেপ্তার করা হয়েছে। র‌্যাব -১২ ও ৪ এর যৌথ দল ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুমাইয়া খাতুন নাসরিনের পূর্বের স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদের পর ২ বছর ধরে বাবার বাড়িতে বসবাস করতো। একপর্যায়ে নোমান ও সুমাইয়া খাতুনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

এ সম্পর্কে নোমান মাঝে মধ্যেই নাসরিনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। গত ৬ অক্টোবর বিকেলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নাসরিনকে নোমান ৩/৪ জন বন্ধুসহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। পরদিন ভোরে বন্ধুদের সহযোগিতায় নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে হাসপাতাল মর্গের সামনে তার লাশ ফেলে রেখে নাসরিনের বাবাকে মোবাইলে আত্মহত্যার কথা জানানো হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেনের পিপিএম, দিকনির্দেশনায় বুধবার বিকেলে উল্লেখিত এলাকায় র‌্যাবের এই যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার,আসামী,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত